দর্পণ ডেস্ক : সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ধীরগতি অবলম্বন করার জন্য মার্কিন কর্মকর্তাদের চাপের কাছে নতিস্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তিনি এখন মার্কিন সেনাবাহিনীকে চার মাস সময় দিয়েছেন।
দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল (সোমবার) এ সিদ্ধান্ত দিয়েছেন। এর আগে ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের জন্য ৩০ দিন সময় দিয়েছিলেন। কিন্তু গতকাল তিনি টুইটার বার্তায় ইঙ্গিত দিয়েছেন, সেনা প্রত্যাহারের জন্য বাড়তি সময় পাচ্ছে সামরিক বাহিনী। সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প নির্দেশ দেয়ার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন এবং সামরিক বাহিনীর বহু কর্মকর্তা এ সিদ্ধান্ত পুরোপুরি পাল্টে ফেলার চেষ্টা করেছেন। কোনো কোনো সামরিক কর্মকর্তা সেনা প্রত্যাহারে আরো সময় লাগবে বলে যুক্তি দেখিয়েছেন।
প্রেসিডেন্টের প্রকাশ্য সমর্থক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম রোববার ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সাক্ষাৎ শেষে গ্রাহাম জানান, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্প তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছেন। এছাড়া, সোমবার সকালের দিকে ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ধীর গতিতে সেনা প্রত্যাহারের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান।