দর্পণ ডেস্ক : এবার সত্যিই সত্যিই চলে গেলেন কাদের খান। বিগত কয়েক দিন থেকেই মৃত্যুর গুজবের শিকার হয়েছেন বলিউডের এ কিংবদন্তি অভিনেতা কাদের খান। সোমবার ৩১ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই প্রখ্যাত অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভারতীয় সংবাদমাধ্যমকে কাদের খানের ছেলে সরফরাজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সরফরাজ জানান, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ১৬-১৭ সপ্তাহ ধরে কানাডার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় কোমাতে থাকা অবস্থায় বাবার মৃত্যু হয়’। কাদের খানের জানাযা ও দাফন সম্পর্কে জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমকে সরফরাজ জানান, ‘আমাদের পুরো পরিবার এখানে এবং আমরা এখানেই বাস করি। তাই উনার দাফন এখানেই করব আমরা’।

১৯৩৫ সালের ২২ অক্টোবর আফগানিস্তানের কাবুলে জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই অভিনেতা। একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে নিজের ভূমিকা ও অসংখ্য ছবির কাহিনীকার হিসেবে পরিচিত ছিলেন কাদের খান।

ছোটবেলা থেকেই অভিনয়ে ঝোঁক থাকা কাদের খান ১৯৭৩ সালে ‘দাগ’ সিনেমার মধ্য দিয়ে প্রথম বলিউডে পা রাখেন। এরপর তিনি প্রায় ৩০০টি সিনেমায় অভিনয় করেছেন। পরিচালক ও চিত্রনাট্যকারের ভূমিকাও পালন করেছেন কাদের খান। ২৫০টির বেশি ছবিতে তিনি সংলাপ লিখেছেন।