দর্পন ডেস্ক : সম্প্রতি এক প্রকাশ্য বক্তৃতায় ঘুমন্ত কাজের মেয়ের ওপর কিভাবে যৌন নির্যাতন চালিয়েছেন তার স্মৃতিচারণ করেন দুতের্তে। কাজের মেয়ের ওপর যৌন নির্যাতন চালানোর প্রকাশ্যে বর্ণনা দেয়ায় ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। খবর বিবিসির।
দুতের্তে জানান, কিশোর বয়সে বাড়ির কাজের মেয়ের অন্তর্বাসে হাত ঢুকিয়ে দিয়েছিলেন তিনি। সে সময় মেয়েটি ঘুমন্ত অবস্থায় ছিল।
শনিবার এক সমাবেশে দুতের্তে বলেন, ‘কাজের মেয়ে যখন ঘুমাচ্ছিল আমি রুমে প্রবেশ করলাম। তার গায়ের ওপরে থাকা কম্বল সরিয়ে ফেললাম। অন্তর্বাসের ভেতরে যেটা থাকে সেটা স্পর্শ করার চেষ্টা করছিলাম। এক পর্যায়ে ভেতরে হাত ঢুকিয়ে স্পর্শ করছিলাম। তখন সে ঘুম থেকে উঠে যায় এবং রুম থেকে বেরিয়ে যায়।’
প্রেসিডেন্ট দুতের্তে জানান, পরে কাজের মেয়ের রুমে পুনরায় প্রবেশ করেছিলেন তিনি। এবং পুনরায় মেয়েটিকে যৌন নির্যাতনের চেষ্টা করেছিলেন।