দর্পণ ডেস্ক : গত শুক্রবার রাজধানী মস্কো থেকে আমেরিকার এক নাগরিককে আটক করেছে রাশিয়ার একটি অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্ক। তার বিরুদ্ধে গোয়েন্দাবৃত্তির বিষয়ে সন্দেহ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিষয়টি আদালতে তোলা হয়েছে।

রুশ ফেডারেল সিউরিটি সার্ভিস বা (এফএসবি) জানিয়েছে, আটক মার্কিন নাগরিকের নাম পল ওয়েলান এবং গত শুক্রবার গোয়ন্দাবৃত্তি করার সময় তাকে‌ আটক করা হয়। এফএসবি’র বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার বহু সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তবে মার্কিন এ নাগরিক রাশিয়ার ভেতরে কী ধরনের গোয়েন্দাবৃত্তি চালিয়েছে তা কোনো সংবাদ মাধ্যমে বিস্তারিত প্রকাশ করে নি।

স্নায়ুদ্ধ অবসানের পর আমেরিকা ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা কমে গেলেও ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া রাশিয়ার মূলভূখণ্ডের সঙ্গে যোগ দেয়ার পর মস্কোর সঙ্গে পশ্চিমা দেশগুলোর বিশেষ করে আমেরিকার সম্পর্ক আবার তিক্ত হয়ে ওঠে।