কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. মহিব্বুর রহমান মহিব ১ লাখ ৮৮ হাজার ৮১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী শাসন তন্ত্র আন্দোলন বাংলাদেশ’র হাত পাখা মার্কার প্রার্থী মো. হাবিবুর রহমান পেয়েছেন ৬ হাজার ৮০৪ ভোট। ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপি’র এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ৬ হাজার ১৮৫ ভোট। এ আসনের কলাপাড়া ও রাঙ্গাবালী এ দুই উপজেলায় ১১০ টি ভোট কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৪৬ জন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.