দর্পন ডেস্ক : পকিস্তানের সামরিক খাতে খরচের বহর কমেনি ইমরান খান ক্ষমতায় আসার পরও। আন্তর্জাতিক বাজার থেকে তারা জিপিএস গাইডেড মর্টার কেনার চেষ্টা করছে বলে জানা গেছে। এবার ৬০০ ট্যাংক কেনার তোড়জোড় শুরু করল পাকিস্তান। এর মধ্যে রয়েছে রাশিয়ার টি-৯০ ব্যাটেল ট্যাংক।
সংবদা সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী ওইসব পাক ট্যাংক ৩-৪ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারবে। ট্যাংক ছাড়াও ইতালি থেকে কেনা হচ্ছে ২৪৫টি ১৫০ এমএম মাইক-১০ কামান।ফলে ভারত-পাক সীমান্ত উত্তেজনা জিইয়ে রাখতে সব ব্যবস্থাই করছে ইমরান সরকার।
ভারতীয় সেনার হাতে রয়েছে রাশিয়ায় তৈরি টি-৯০ ট্যাংক। টি-৯০ ট্যাংক ছাড়াও ভারতের হাতে রয়েছে টি-৭২ ট্যাংক, অর্জুন ট্যাংক। ওইসব ট্যাংকের সংখ্যার সঙ্গে কোনোভাবেই পাল্লা দিতে পারবে না ইসলামাবাদ। তবে উন্নত অস্ত্র নিয়ে মাথাব্যথা সামাল দিতেই মস্কো থেকে ওই ট্যাংক কেনার পরিকল্পনা করেছে ইসলামাবাদ।
পাক সেনার ট্যাংক বাহিনীকে শক্তিশালী করতে চীন থেকে ভিটি-৪ ট্যাংক ও ইউক্রেন থেকে ওপলোড-পি ট্যাংকও কিনছে পাক সরকার। অবশ্য এখনও পাকিস্তানের হাতে রয়েছে ইউক্রেনে তৈরি ট্যাংক।
বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে চীনে তৈরি টি-৫৯ ও টি-৬৯ ট্যাংক। এছাড়াও রয়েছে ১২টি আল-জারার ট্যাংক। এছাড়াও রয়েছে ইউক্রেনে তৈরি টি-৮০ ও টি-৮৫ ট্যাংক।