দর্পণ ডেস্ক : গতকাল শনিবার এক সংবাদসম্মেলনে ইরাকের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক সংগঠন ইসলামিক সুপ্রিম কাউন্সিলের প্রধান হামাম আল হামোদি বলেছেন, আমাদের কাছে স্পষ্ট গোয়েন্দা তথ্য আছে যে তাকফিরি দায়েশের নেতৃত্বে ইরাকে সন্ত্রাসী কার্যক্রম পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে আমেরিকা। প্রতিবেশী সিরিয়ায় দায়েশ পরাজিত হওয়ার পর আমেরিকা এ পদক্ষেপ নিচ্ছে।
হামোদি আরো বলেন, দায়েশের বিরুদ্ধে বিজয় অর্জনের পর এবং সন্ত্রাসীরা সিরিয়ায় পালিয়ে যাওয়ার পর সেখান থেকে আমাদের কাছে কিছু নির্ভরযোগ্য তথ্য আসছে যে যৌথ সীমান্ত দিয়ে আমেরিকা দায়েশ সন্ত্রাসীদেরকে ইরাকে পাঠানোর চেষ্টা করছে। ওয়াশিংটন এটি এ জন্যই করছে যে ইরাক যাতে দায়েশ মোকাবেলার জন্য আমেরিকা এবং অন্য শক্তিগুলোর সাহায্য কামনা করে।
এছাড়া, হামোদি ইরাকে দায়েশকে হটাতে ইরানের ভূমিকা এবং বাগদাদ ও তেহরানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টিতে ওয়াশিংটনের চেষ্টার কথা উল্লেখ করেন।