অনলাইন ডেস্ক : সম্প্রতি চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও সঙ্গীতশিল্পী পড়শীর গাওয়া দুটি গানের মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তি পেয়েছে। নুসরাত ফারিয়ার মিউজিক ভিডিও ‘পটাকা’ ও পড়শীর ‘রাস্তা’ মুক্তি পায়। নুসরাত ফারিয়ার কণ্ঠে গাওয়া গান প্রকাশের পরপরই আলোচনা-সমালোচনা শুরু হয়। এতে তার খোলামেলা উপস্থিতি সমালোচিত হয়। গানটি ভারত ও বাংলাদেশের ভিন্ন ভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। এর ফলাফলও পাচ্ছেন ফারিয়া। সাধারণত দর্শক-শ্রোতারা গান বা ভিডিও পছন্দ হলে লাইক বাটন, পছন্দ না হলে ডিজলাইক বাটন চাপেন। দেখা গেছে মুক্তির এক সপ্তাহ পর পটাকা’র ভিউ ১০ লাখ ৬ হাজার। আর ভিডিওতে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি। লাইক পড়েছে ১০ হাজার আর ডিজলাইক পড়েছে ৫৫ হাজার-এর বেশি। অন্যদিকে পড়শী রাস্ত শিরোনামের মিউজিক ভিডিওতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন। গানটি দেখা হয়েছে সাত লাখের উপরে। তবে লাইক পড়েছে প্রায় ছয় হাজার আর ডিজলাইক পড়েছে সাত হাজারের উপরে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.