????????????????????????

ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় ছাত্রদল সংগঠন।

কক্সবাজারে পেকুয়া উপজেলার রাজ্জাক আলী ইউনিয়নে দুপুর ১২টার দিকে মাতব্বর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ছাত্রলীগের আরও ১০ জন নেতাকর্মীর আহত হয়েছেন।

নিহত ছাত্রলীগ নেতা হলেন – মো. আবদুল্লাহ (২৪)। তিনি ওলুদিয়াপাড়ার মৃত আবুল কালামের ছেলে।

আহতরা পেকুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর তিনজনকে চট্টগ্রামের মেডিকেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পেকুয়ার হাসপাতালের আরএমও ডা. মুজিবুর রহমান।

রাজ্জাক আলী ইউনিয়ন আ’লীগ সভাপতি নুরুল ইসলাম বিএসসি বলেন, স্থানীয় বিএনপি নেতা হেলালুদ্দীনের নেতৃত্বে সসস্ত্র ক্যাডাররা লাইনে দাঁড়ানো ভোটারদের ওপর অতর্কিত হামলা করে। এ হামলায় ঘটনাস্থলেই ছাত্রলীগ নেতা মো. আবদুল্লাহ নিহত হন।

পেকুয়ার হাসপাতালের আরএমও ডা. মুজিবুর রহমান জানান, নিহত মো. আবদুল্লাহর লাশ হাসপাতালের রাখা আছে। আহত তিনজনকে চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়েছে