ভাইরাল হওয়া মুক্তাদিরের স্কিনশট। ছবি: সংগৃহীত
সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদিরের সঙ্গে তার এক কর্মীর হোয়াটসাপ কথোপকথনের স্কিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে ব্যাপক শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

স্কিনসটে দেখা যায়, মুক্তাদির তার কর্মীকে বলছেন, যে কোন কিছুর বিনিময়ে, ২/১ লাশ পড়লেও সিলেট-১ আসনে ধানের শীষের বিজয় করাতে হবে।

পাঠকদের জন্য তাদের কথোপকথন হুবহু তুলে ধরা হলো:

কর্মী- ভাই অবস্থা বেশ ভাল নায়, কয়েক দিন আগে তারা অফিসে যে ককটেল ফুটাইছলাম এখন এলাকার লোক বিগরি গেছে। খন্দকার মুক্তাদির- অহ, ভেরী সেড, এখন কি করবি?

কর্মী- সকালে কতসময় দেখমু। অবস্থা খারাপ অইলে (হলে) কেন্দ্র দখল করিলাইমু (করব)।

খন্দকার মুক্তাদির- ঠিক আছে। যেলাউ (যে রকম-ই) হয় পাশ করা লাগব। লাশ ২/১ টা লাগলে ফালাই দিস (মার্ডার করিছ)। আমি সামলাইমু (সামলে নিব)

কর্মী- আচ্ছা ভাই। আমি রানারে সন্ধ্যা পরে পাঠাইমু। তার গেছে টাকা দিলাইন জানি (দিবেন)। খন্দকার মুক্তাদির- অকে।

তবে খন্দকার মুক্তাদির ও তাঁর কর্মী সমর্থকের এমন কথাবার্তার স্ক্রিনশটের সত্যতা যাচাই করতে পারেনি । ইত্তেফাক অনলাইন