ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ হিসেবে সবাইকে ভোট দিতে হবে। আমি সবাইকে দেখে উৎসাহ পাচ্ছি। সকাল সকাল ভোট দিতে এসেছে সবাই।
নির্বাচনের নানা অনিয়ম ও জালিয়াতির কথা উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, এখানে এজেন্ট আছে। তবে বাইরে অনেক জায়গায় আমরা এজেন্ট দিতে পারিনি। অনেক জায়গা থেকে খবর পাচ্ছি আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। আমি দাবি করব এর তদন্ত হক।
রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেয়ার পর এজেন্ট নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন দাবি করেন।
রোববার সকাল পৌনে ৯টায় স্ত্রী হামিদা হোসেন ও মেয়ে ব্যারিস্টার সারা হোসেনকে নিয়ে ভোটকেন্দ্রে আসেন ড. কামাল।
তিনি বলেন, আমার মতো একজনকে দেখলাম লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছে। শীতের সকালে কেন্দ্রে ভিড় হয়ে আছে। তরুণ সমাজও এসেছে। এসব দেখে আমি উৎসাহ পাচ্ছি।