দর্পণ ডেস্ক : বর্তমানে ফিল্টারসহ নানা আধুনিকতার কারণে ফিটকিরিরি ওপর নির্ভরতা কমলেও আগে এটাই ছিল ভরসা। দাড়ি কাটতে গিয়ে ব্লেডে গাল আচমকা কেটে গেলে, স্যাভলন বা কোনো আফটারসেভের খোঁজ মূলত তেমন সহজলোভ্য ছিল না। তখন হাতের কাছে থাকা ফিটকিরি একটু গালে ঘষে নিলেই ব্যস, রক্ত বন্ধ। এছাড়াও নিত্যদিনের প্রয়োজনে ফিটকিরির নানা বিধি ব্যবহার রয়েছে। এই ফিটকিরির আজব কিছু গুন জেনে নিন:

-হঠাৎ রক্ত : দাড়ি কাটতে গিয়ে গালটা কেটে গেলে, সেলুনে এখনও ফিটকিরি ঘষে দেয়। শুধু গাল কাটাই নয়, যে কোনও আঘাতে রক্তপাত হলে, সেখানে ফিটকিরি গুঁড়া করে দিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই রক্ত বেরোনো বন্ধ হবে।

-টনসিলে আরাম : ঠান্ডা লেগে গলায় ব্যথা হলে বা গ্ল্যান্ড ফুললে, গরম পানিতে এক চিমটে লবণ ও ফিটকিরি চূর্ণ মিশিয়ে, দিনে কয়েকবার গার্গেল করুন। স্বস্তি পাবেন।

-ব্রন-ফুসকুড়ি : ভালো করে মুখ ধুয়ে নিয়ে, সারা মুখে অনেকক্ষণ ধরে ফিটকিরি ঘষুন। বা ফিটকিরি চূর্ণ পানি দিয়ে গুলে, মুখে মাখুন। শুকিয়ে গেলে, কিছুক্ষণ পর মুখটা ধুয়ে ফেলুন। এ ভাবে কিছু দিন করলে, মুখে ঊজ্জ্বলতা ফিরবে। ব্রন-ফুসকুড়ির হাত থেকেও মুক্তি পাবেন।

-দাঁতে যন্ত্রণা : দাঁতের যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে ফিটকিরি। গরম জলে ফিটকিরি গুলে নিয়ে, কুলকুচি করুন। আপনি দাঁতের যন্ত্রণার হাত থেকে নিশ্চিতভাবেই মুক্তি পাবেন। মুখের দুর্গন্ধ নিয়ে লজ্জায় পড়তে হবে না।