কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে ১১৪ পটুয়াখালী-৪ (কলাপাড়া, মহিপুর ও রাঙ্গাবালী) নির্বাচনী আসনে ভোট গ্রহন প্রস্তুতি চলছে।

আগামীকাল (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের লক্ষ্যে শনিবার সকাল থেকে উপজেলার কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ ভোট গ্রহনের সরঞ্জামাদী পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিং
অফিসারসহ আনসার ভিডিপির সদস্যরা ভোট কেন্দ্র গুলোতে অবস্থান নিয়েছে বলে
নির্বাচন অফিস সূত্র নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রটি আরও জানায়, পটুয়াখালী-৪ আসনে ২,৪৯,০৪৬ জন ভোটারের বিপরীতে মোট ভোট কেন্দ্র সংখ্যা ১১০। এর মধ্যে কলাপাড়া উপজেলার দুটি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে কেন্দ্র সংখ্যা ৭৪ ও রাঙ্গাবালী উপজেলার ৫টি ইউনিয়নে কেন্দ্র সংখ্যা ৩৬। রবিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত সুষ্ঠ ভোট গ্রহনের লক্ষ্যে মাঠে অবস্থান নিয়েছে ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট, সোনাবাহীনি, বিজিবি, র‌্যাব, কোষ্টগার্ড ও পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশীদ জানান, সুশৃঙ্খলভাবে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে আমরা প্রয়োজনীয় উপকরণ গুলো ভোট কেন্দ্রে সরবরাহ করেছি।