হামলার পর গোলাম মাওলা রনি। ছবি: সংগৃহীত
বিএনপির মনোনীত পটুয়াখালী-৩ আসনে (গলাচিপা-দশমিনা) প্রার্থী গোলাম মাওলা রনির ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় গলাচিপায় এ হামলা করা হয় বলে জানান তিনি। তবে পুলিশ বলছে এই অভিযোগ সত্য নয়।
গোলাম মাওলা রনি জানান, গলাচিপার উলানিয়া বাজারসংলগ্ন একটি মসজিদ থেকে মাগরিবের নামাজ পরে বাসায় ফিরছিলেন তিনি। ফেরার পথে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাকে আঘাত করে। বর্তমানে পটুয়াখালী হাসপাতালে যাচ্ছেন বলে জানান তিনি।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তাকে কে বা কারা গায়ে ডিম ছুড়ে মেরেছে। তিনি হামলার শিকার হননি।
গলাচিপা থানার ওসি আক্তার মোর্শেদ বলেন, গোলাম মাওলা রনির নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। তাকে হামলা করা হয়েছে এটা সত্য নয়। তার গায়ে ডিম ছুড়ে মারা হয়েছে।