
দর্পণ ডেস্ক : গত বুধবার এক অঘোষিত সফরে ইরাকে যান প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া। সেখানে তিনি ইরাকে নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বড়দিনের আনন্দ উদযাপনের জন্য মিলিত হন। সেসময় ট্রাম্প ও মেলানিয়া সেনাদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন ও সেনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, পরে তা ভিডিও করে বিমানে করে ফেরার পথে ধারণকৃত ভিডিওটি টুইটারে ছাড়েন এবং সেসাথে একটি পোস্টও দেন ট্রাম্প তাতে তিনি লিখেন, ‘ইরাকে আল আসাদ বিমান ঘাঁটিতে আমাদের দুর্দান্ত সেনাদের সঙ্গে দেখা করে মেলানিয়া ও আমি সম্মানিত বোধ করছি’।
এবিষয়ে মার্কিন গণমাধ্যম নিউজ উইক জানিয়েছে, ‘ওই ভিডিওতে মার্কিন সেনাদের মুখগুলো ঢেকে দেওয়া হয়নি কিংবা অস্পষ্ট করা হয়নি। ট্রাম্প তার টুইটার পোস্টে ওই মার্কিন সেনাদের অবস্থানও প্রকাশ করেছেন। সেসাথে তিনি রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গ করেছেন। মোতায়েন থাকা মার্কিন নৌ সেনাদের তথ্য প্রায় সবসময়ই গোপন রাখা হয়। কমান্ডার ইন চিফ হিসেবে ট্রাম্প সে তথ্য প্রকাশ করার এখতিয়ার রাখেন, তবে সেক্ষেত্রে ছবি বা ভিডিওতে বিশেষ বাহিনীর সে সদস্যদের চেহারা অস্পষ্ট করে দিতে হয়, যেন তাদের পরিচয় না জানা যায়’।
বিষয়টি নিয়ে সাবেক মার্কিন নৌ গোয়েন্দা বিশেষজ্ঞ ম্যালকম ন্যান্স নিউজডে-কে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রটোকল অনুযায়ী যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা বিশেষ বাহিনীর সদস্যদের পরিচয় সাধারণত গোপন রাখা হয়’।