দর্পণ ডেস্ক : আজ শুক্রবার রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, একাদশ সংসদ নির্বাচন ঘিরে যেকোনো অপশক্তি গোলযোগ সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ বাহিনী প্রস্তুত আছে।
তিনি এ সময় জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সংঘাতমুক্ত করতে রাজধানীতে পুলিশের চারটি কন্ট্রোল রুম থাকবে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। এছাড়াও, ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাওয়া ও বাসায় ফেরা নিশ্চিত করা হবে।
বিরোধীপক্ষ কোনো তথ্য ছাড়াই পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হলে ডিএমপি কমিশনার বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করছে না।