দর্পণ ডেস্ক : দৈনন্দিন জীবনে চলার পথে আমরা নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগে থাকি। বিশেষ করে যারা রাস্তার পাশের খাবার খাই, তাদের বেশির ভাগ সময় পেটের নানা সমস্যায় ভুগতে হয়। আবার ওই খাবার যদি বদহজম হয় তাহলে তো কোনো কথাই নেই। গ্যাস্ট্রিকসহ নানারকম সমস্যা দেখা দেয়। আবার পেটের সমস্যার কারণে শরীরের ত্বকেও তার প্রভাব পড়ে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুখের ব্রণ।
প্রচলিত আছে, একটি বয়সের পর মুখে ব্রণ ওঠে। আসলে এ রকম প্রচলনের কোনো ভিত্তি নেই। ব্রণ যে কারো যেকোনো বয়সেই হতে পারে। কিন্তু এর যথাযথ সমাধান হচ্ছে বেশি টেনশন না করা। ঠিক মতো ঘুমানো, দৈনিক ৫ থেকে ৬ লিটার পানি পান করা, ভেজাল প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকা এবং তৈলাক্ত খাবার যতটুকু সম্ভব বর্জন করা।
যে প্রসাধনী আপনার ত্বকের জন্য ব্যবহারের উপযোগী মনে করেন, তাতে কতটুকু ব্রণ সমস্যা সমাধানের ক্ষমতা রয়েছে তা আপনাকে জানতে হবে। ব্রণের জন্য আপনাকে অবশ্যই কেমিক্যালমুক্ত হারবাল প্রসাধনী ব্যবহার করতে হবে। আপনার ব্রণের সমাধানের জন্য আপনি ব্যবহার করতে পারেন বডিসপ ব্র্যান্ডের ফেসওয়াশ, স্কার্ভ ও টিট্রি অয়েল যাতে রয়েছে হারবাল উপাদান। যা আপনার ত্বকের ব্রণ ও ব্রণের দাগ দূর করে ত্বক করে তুলবে লাবণ্যময় এবং উজ্জ্বল।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে বডিসপ টিট্রি ফেসওয়াশ বা স্কার্ভ দিয়ে ভালো করে মুখওয়াশ করে শুকনো টাওয়াল দিয়ে মুছে বডিসপের টিট্রি ওয়েল লাগিয়ে ঘুমাবেন। আবার সকাল বেলাও একই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। ব্রণ ও ব্রণের কালো দাগের জন্য বেশ ফল পাবেন। আবার আপনি চাইলে ঘরোয়া পরিবেশেও ত্বকের ব্রণের সমাধান করতে পারেন। যেমন-সামান্য পরিমাণ কাঁচা নিমপাতা ব্লেন্ড করে ফেসপ্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। ১৫-২০ মিনিট রাখার পর হালকা গরম পানি ও বডিসপের টিট্রি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলে তাতেও ভালো উপকার পাবেন।