দর্পণ ডেস্ক : আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে ঢাকায় নব নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জরুরি এক বৈঠকে অংশ নেন।

বৈঠকে মিলার নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে সাংবাদিকদের বলেন, ‘গত দুই সপ্তাহের নির্বাচনী সংহিসতা নিয়ে যুক্তরাষ্ট্র অবগত আছে। যুক্তরাষ্ট্র গত দুই সপ্তাহ ধরে চলা প্রচার-প্রচারণায় যে সব ‘নেতিবাচক কর্মকাণ্ড’ হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভোটের দিনে অধিক মাত্রার সহিংসতার আশঙ্কা করেছে’।

মার্কিন দূত আরো বলেন, ‘পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া জন্য সহিংসতা প্রতিরোধে নির্বাচন কমিশনের যেসব পরিকল্পনা রয়েছে তা জানতে এসেছিলাম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের কাছে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায়’। তিনি আরো বলেন, ‘জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছ থেকে আমরা একটি বিবৃতি পেয়েছি, বিবৃতিতে তিনি যে উদ্বেগের কথা দাবি করেছে সেরকম দাবি আমাদেরও। এ নির্বাচনে সত্যিকারের প্রতিফলন দেখতে যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের সাথে অন্যান্য বন্ধু-রাষ্ট্রগুলো অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছে’।

বৈঠক শেষে তিনি উপস্থিত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘প্রচার-প্রচারণায় যে সহিংসতা হয়েছে তাতে অনেকে আক্রান্ত হয়েছেন। সংখ্যালঘু এবং নারী প্রার্থীরাও আঘাত প্রাপ্ত হয়েছেন। যা সত্যিই উদ্বেগের’।