দর্পন ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার জেলায় নির্বাচনী প্রচার কর্মসূচিতে আজ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করবেন।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানিয়ে বলা হয়, শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল পৌর উদ্যান, কুমিল্লা টাউন হল ময়দান, যশোর টাউন হল ময়দান এবং পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট জেলার এ সব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা এবং নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।