দর্পন ডেস্ক : তিউনিশিয়ায় সাংবাদিক আব্দেরাজাক জরগুই জীবনমানের দুরবস্থা এবং দুর্নীতির প্রতিবাদে বিপ্লবের ডাক দিয়ে গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছেন। তার মৃত্যুতে কাসেরাইন প্রদেশে দু’দিন ধরে চলছে তীব্র আন্দোলন, যা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে।
উত্তর আফ্রিকার এ দেশটির বিভিন্ন শহরে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। সাংবাদিক আব্দেরাজাক জরগুই গত সোমবার গায়ে আগুন দেয়ার আগে অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বেকারত্ব, দারিদ্র্য ও দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওতে তিনি বলেন, ‘কাসেরাইনের সন্তানরা অস্তিত্বের সংকটে পড়েছেন। তাদের জন্য আজ আমি একটি বিপ্লবের সূচনা করছি। আমি নিজের গায়ে আগুন দিচ্ছি।’
আগুন দিয়ে আত্মাহুতি দেয়ার পর সোমবার রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ যুবকরা গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।ডয়েচভেলে