দর্পণ ডেস্ক : পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার দুপুরে ড. কামালের মতিঝিলের চেম্বারে যান পুলিশ কর্মকর্তারা। সেখানে প্রায় সোয়া ১ ঘণ্টা অবস্থান করেন তারা।
সাক্ষাৎ শেষে পুলিশের মতিঝিল জোনের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিয়মিত দায়িত্বের (রেগুলার ডিউটি) অংশ হিসেবে আমরা এসেছি। উনার নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা নিয়ে কামাল হোসেনের কোনো পর্যবেক্ষণ আছে কিনা, এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আমি কোথাও গেলে আমার সঙ্গে আমার ডিভিশনের অফিসাররা থাকেন। তারা সবাই সেখানে আমার সঙ্গে গিয়েছিলেন। আমি তার সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলেছি।
ঐক্যফন্টের শীর্ষ এ নেতা পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের বিষয়ে বলেন, তারা আমার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন। যারা এসেছিল তারা বলেছেন, যদি আমার নিরাপত্তার প্রয়োজন হয়, তাহলে যেন তাদের জানাই। এছাড়া আর কিছু বলেন নাই। ডিএমপি কমিশনার সাহেবের আসার কথা ছিল, উনি আসতে পারেননি বলে আমাকে ফোন দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। একটি কাজে আটকে যাওয়ার কারণে উনি আসতে পারেননি।