দর্পণ ডেস্ক : গত মঙ্গলবার (২৫ ডিসেম্বর) তেহরান সফররত আজারবাইজানের পার্লামেন্ট স্পিকার ওকতাই আসাদোভের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ তাদের নিরাপত্তাকে বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এসব দেশ মনে করে আমেরিকা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে’।

ইরানের নৌবাহিনীর সাবেক এই প্রধান বলেন, ‘নিজ দেশের জনগণ ও সক্ষমতার ওপর নির্ভরতাই একটি দেশকে নিরাপত্তা দিতে পারে বিদেশিরা নয়। এ ছাড়া, মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে’।

আজারবাইজানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘আজারবাইজান ইরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে চায় এবং এক্ষেত্রে যেকোনো ধরনের প্রস্তাবকে স্বাগত জানাবে আজারবাইজান’।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে সাক্ষাতের আগে আসাদোভ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও পার্লামেন্ট স্পিকার আলী লারিজানির সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।