নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকের সময় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মঙ্গলবার সিইসির সভাকক্ষে বেলা ১২টার পর থেকে বেলা দেড়টা পর্যন্ত চলা বৈঠকে দুইজনের মধ্যে ‘উচ্চবাচ্য’ হয় বলে জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ।
কামাল হোসেনের বক্তব্যকে ‘অবজ্ঞা’ করার প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্ট প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বর্জন করে।
তবে বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তাদের কোনো অভিযোগ কানে তোলেননি।
আসন্ন নির্বাচনে পরিবেশ নিয়ে বিভিন্ন অভিযোগ নিয়ে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের প্রধান কামাল হোসেন।
পরে প্রেস বিফ্রিংয়ে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সিইসির আচরণ ‘ভদ্রজনিত’ ছিল না। এজন্য আমরা সভা বয়কট করেছি। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। ইসি সরকারের পক্ষ হয়ে গেছে।
সিইসির নেতৃত্বে কমিশনের পক্ষ থেকে কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।