দর্পণ ডেস্ক : নড়াইল-২ আসনে বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক সুমি সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার বিভিন্নস্থানে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত থাকেন তারা।

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দাউদ চেয়ারম্যানের বাড়ি, একই ইউনিয়নের কালীনগর, নোয়াগ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা ও সদর উপজেলার ধুন্দা-ময়েনখোলা এলাকায় উঠান বৈঠকে অংশগ্রহন করেন এই দম্পতি।

এসব উঠান বৈঠকে সুমনা হক সুমি ছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান, মেম্বররা বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুমনা হক সুমি।

আরও বক্তব্য রাখেন লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দাউদ হোসেন, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, শাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্না, সুমির বোন সঞ্চিতা হক রিক্তা, সঞ্জিবা হক রিপা, যুবলীগ নেতা নূর আলম শিহাব, জেলা আওয়ামী লীগের সদস্য খশরুল আলম পলাশ, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, লোহাগড়া উপজেলা ছাত্রলীগ নেতা রুবেল হোসেন প্রমুখ।

এ সময় মাশরাফির সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাররাফির ভক্তরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।