লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদে আওয়ামী লীগের মিছিল শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সিয়াম নামের তৃতীয় শ্রেণিপড়ুয়া এক শিশু নিহত হয়েছে। আজ ২৫ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগরে এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সিয়াম উপজেলার শ্রীনগর ইউনিয়নের তেয়ারীরচর গ্রামের ইকবাল হোসেনের পুত্র। গত চার দিন আগে মায়ের সাথে নানার বাড়ি খাস কাওলা গ্রামে বেড়াতে এসেছিল সে। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, আজ বিকেলে কালিকাপ্রসাদের মিয়া বাড়ি মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে অন্যদের মতো সিয়ামও মিছিলের সাথে আসে। মিছিল শেষে জনসভা থেকে নানার বাড়ি ফেরার পথে ভৈরব অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে সিয়ামের মাথা থেতলে যায়। ফলে সে ঘটনাস্থলে নিহত হয়। এদিকে নিহতের ঘটনায় উত্তেজিত লোকজন দুটি ট্রাক ভাঙচুর শেষে একটিতে আগুন ধরিয়ে দেয়। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এছাড়াও সড়কের দুপাশে কয়েক’শ যানবাহন আটকা পড়ে। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাছাড়া এই রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে হাইওয়ে পুলিশ। এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, ট্রাকচাপায় সিয়াম নামের এক শিশু নিহত হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।