দিবাকর সরকার,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখলীর কলাপাড়ায় পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. আলামিন (৩২) নামের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। শনিবার সন্ধ্যায় পৌরশহরের নাচনাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার তেগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে বিভাস সরকার (৩২) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে ১০ গ্রাম গাঁজা সহ একই স্থান থেকে আটক করা হয়। সে পেশাদারী মাদক ব্যবসায়ী বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর মো.শাহজালাল ভূঁঞা জানিয়েছেন। এ ব্যাপারে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় দু’জনকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করার পর বিজ্ঞ আদালত উভয়ের জামিন আবেদন না মঞ্জুর করে পটুয়াখালী জেল হাজতে প্রেরন করেন।