দর্পণ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের চেয়ারম্যান নাফিসা কামাল ভোটের মাঠে নেমেছেন। কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বাবা মুস্তফা কামালের জন্য নৌকা মার্কায় ভোট চান নাফিসা কামাল।

এ সময় বিভিন্ন পথসভা, গণসংযোগ, উঠান বৈঠকসহ নানা রকমের নির্বাচনী ব্যস্ততায় দেখা যায় নাফিসা কামালকে। তার এই প্রচারণায় বাবার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মনে করছেন ভোটাররা।

নাফিসা কামাল গণসংযোগকালে বলেন, বিগত ১০ বছরে বাংলাদেশের চিত্র কতটুকু পরিবর্তন হয়েছে তা আপনারা ভালো করেই জানেন। দক্ষিণ এশিয়ার বিস্ময় রূপে প্রতীয়মান হয়েছে বাংলাদেশ। আর্থ-সামাজিকের বেশির ভাগ সূচকে এগিয়ে গেছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের প্রত্যেকটা ক্ষেত্রে সম্মান দিয়েছেন। আগে নারীরা ঘরের বাইরে বের হতে পারতো না। কিন্তু এখন নারীরা অনেক কিছু করছে। তারা নিজেরাই প্রতিষ্ঠিত হচ্ছে।

নাফিসা কামাল বলেন, আগে গ্রামে বৃষ্টি হলে রাস্তায় পা রাখা যেতো না। আর এখন ঝড়-বৃষ্টির মধ্যেও পাকা রাস্তা দিয়ে কর্মস্থলে থেকে বাড়ি ফেরেন। গত সরকারের সময় কি ছিল এই গ্রামাঞ্চল আর এখন আওয়ামী লীগ সরকার এসে আপনাদের কতটুকু পরিবর্তন হয়েছে তা আপনারা নিজেরাও জানেন।

তিনি আরও বলেন, আমি মুস্তফা কামালের মতো একজন মানুষের সন্তান হয়ে গর্ববোধ করি। কারণ তিনি আমাদের থেকে আপনাদের জন্যই বেশি সময় ব্যয় করেছেন। তবুও যতটুকু সময় তিনি আমাদের দেন, তাতেই আমরা ধন্য।