দর্পণ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ড. কামাল হোসেন সাহেব, ’৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে রক্তের স্রোত আপনি দেখেননি? আপনি ২১ আগস্ট দেখেননি? আপনি বঙ্গবন্ধুর সহকর্মী, কোন ইঙ্গিতে, কোন ইশারায় আজ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানকে আপনি নেতা মেনে নিয়েছেন।
কবিরহাট উপজেলার জনতা বাজারে নির্বাচনী পথসভায় শনিবার এ কথা বলেন সেতুমন্ত্রী। এদিন এ ছাড়াও এখানকার তাকিয়া বাজার, চরমণ্ডলিয়া ও কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের শাহজাদপুর এলাকায় পথসভায়ও একই কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিএনপির ভাঙা হাট আর জমবে না। তাই আজ বিএনপির নেতারা বেপরোয়া চালক হয়ে গেছে। বেপরোয়া চালক দুর্ঘটনা ঘটায়। এরা তো জেনে গেছে নির্বাচনে হেরে যাবে। রাজনীতির এ বেপরোয়া চালকেরা কখন দুর্ঘটনা ঘটনায় সে আশঙ্কা করছি। সবাই সতর্ক থাকবেন।
ওবায়দুল কাদের বলেন, যেখানে যাচ্ছি সেখানেই ধানের শীষ নৌকায় উঠতেছে। সারা বাংলায় ধান কেটে কেটে নৌকায় তোলা হচ্ছে। সারা দেশে তলে তলে ধানের শীষের লোকেরা আওয়ামী লীগের হাত ধরে নৌকায় উঠে যাচ্ছে।
মন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আমি সুখের দিনে আসি না, আমি মানুষের বিপদে, অন্ধকারে, ঝড়ে, দুর্যোগে আসি। কথা দিয়েছিলাম সবাইকে আলো দেব, আমরা আমাদের কথা রেখেছি যার ফল আজ সবার ঘরে ঘরে বিদ্যুৎ।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, উনি (মওদুদ) ২২ বছরে এই এলাকায় কি কাজ করেছেন। উনার কয়টা কাজ আপনারা দেখাতে পারবেন। আর আমার ১২ বছরের কাজ দেখেন, যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে একসময় আসা যেত না, কোনো রাস্তাঘাট ছিল না। আর আজ প্রতিটি এলাকার রাস্তা পাকা করা হয়েছে।
এ সময় সেখানে ছিলেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী প্রমুখ।