দর্পণ ডেস্ক : এক ম্যাচে কত উপলক্ষ। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের শেষ ম্যাচ। দুই ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটাও সমতায় (১-১) রয়েছে। তৃতীয় ম্যাচটা তাই অলিখিত ‘ফাইনালে’ রূপ নিয়েছে। সুখস্মৃতি নিয়ে বছর শেষ করার জন্য, সিরিজ জয়ের জন্য প্রয়োজন আরেকটি জয়।

তাই আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানের দল চাইবে চিত্রপটের শেষটা জয়ের আবিরে রাঙাতে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ বিকেল ৫টায় মাঠে নামবে বাংলাদেশ।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন টি-টোয়েন্টি সিরিজটা জিতলে হয়ে যায় সোনায় সোহাগা। শুধু তাই নয়, আজ আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক, নতুন ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে। উইন্ডিজদের হারানোর মাধ্যমেই যেটি অর্জন হতে পারে।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর গত ১৮ বছরে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে এক সিরিজে তিন ফরম্যাটেই (টেস্ট, ওয়ানডে, টি-২০) খেলেছে বাংলাদেশ ১৭ বার। যেখানে একবারও প্রতিপক্ষকে তিন ফরম্যাটেই সিরিজ হারানোর গৌরব অর্জন করতে পারেনি টাইগাররা। এবার ১৮তম সিরিজে এসে সেই অনন্য কীর্তি গড়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ মিরপুরে জিতলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রথমবার কোনো প্রতিপক্ষকে একসঙ্গে টেস্ট, ওয়ানডে, টি-২০ তে সিরিজ হারানোর অসামান্য কৃতিত্বের অধিকারী হবে লাল-সবুজের ক্রিকেট।

শুধু বছর নয়, ২০১৮-১৯ মৌসুমে ঘরের মাঠে এটিই বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ। নতুন বছরে নিউজিল্যান্ড সফরের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং মে-জুলাই
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।

গতকাল অনুশীলন শেষে ক্যারিবিয়ান তরুণ ক্রিকেটার কেমু পল বলেছেন, ‘এখন পর্যন্ত সিরিজটা আমাদের জন্য বেশ কঠিন গেছে। আমরা টি-২০ সিরিজে আসার আগে ওয়ানডে সিরিজ হেরেছি। এরপরও আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। এখনও যে আত্মবিশ্বাস আছে সেটার প্রয়োগ করে সিরিজ জেতা যায়, যেহেতু এখন ১-১ সমতা আছে।