দর্পণ ডেস্ক : রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘মুই’ বলে পীরগঞ্জের ভোটারদের মন দখল করছেন।

বিভিন্নস্থানে নির্বাচনী পথসভায় তিনি বলছেন, ‘মুই’ তোমাদের কাছে ফির (আবার) ভোট নিবার আল্ছো। মোক ভোট দিয়া নির্বাচিত করেন। তার বিনিময়ে মুই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থাকি আগের ন্যাকান (মতো) তোমাদেরকে উন্নয়ন আনি দিম।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার টুকুরিয়া ইউনিয়নের আটিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগব্যবস্থা খুবই নাজুক আর অন্ধকারে আচ্ছন্ন ছিল। আওয়ামী লীগ সরকার আপনাদেরকে পাকা রাস্তা আর বিদ্যুৎ সরবরাহ দিয়েছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট দিন।

এর আগে আদিবাসী তরুণীরা সান্তালী নাচ-গান পরিবেশন করে স্পিকারকে বরণ করে নেয়। পাশাপাশি তরুণীরা স্পিকারকে বুকে জড়িয়ে ধরে নৌকায় ভোট চাই স্লোগান দেয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, জেলা আওয়ামী লীগ নেতা শাহিদুল ইসলাম পিন্টু, ইউপি চেয়ারম্যার আতোয়ার রহমান মণ্ডল, উপজেলা জাতীয় পার্টির সম্পাদক নুরে আলম যাদু, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মোমিনুল ইসলাম রন্তু, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান শাহীন প্রমুখ।