দর্পণ ডেস্ক : নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে হীরার টুকরা উল্লেখ করে তার জন্য ভোট চান আ.লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার এ খবর নড়াইলে ছড়িয়ে পড়লে মাশরাফির জন্য বিশাল মিছিল বের করে স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা।

বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা যুব লীগ ও ছাত্রলীগের আয়োজনে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নড়াইল পৌর মেয়রের রূপগঞ্জ অফিস থেকে শুরু হয়ে শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে মিছিলে অংশ নেন- পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাধন, যুবলীগ নেতা মো. মাহফুজার রহমান, জাহাঙ্গীর কবির ইকবাল, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে মাশরাফির জন্য নৌকায় ভোট চাওয়া হয়।