পটুয়াখালী-৪ আসনে সংসদ নির্বাচন থেকে জাতীয় পার্টি (এ) প্রার্থী আনোয়ার হাওলাদার সরে দাড়ালেন। বুধবার শেষ বিকেলে তিনি নির্বাচনী এলাকার ধুলাসার হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী মো: মহিব্বুর রহমান মহিবের নির্বাচনী পথসভায়
নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নৌকার পক্ষে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।
নির্বাচনী জনসভায় নৌকার পক্ষে ভোট চাওয়ার মধ্য দিয়ে নির্বাচনের মাঠ থেকে নিজেকে গুটিয়ে নিলেন আনোয়ার হাওলাদার। দলের নির্দেশনায় জোটের স্বার্থে এখন থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে তিনি সক্রিয় থাকবেন বলেও আনোয়ারের
দাবি।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রার্থী মো: আনোয়ার হাওলাদার রুহুল আমিন হাওলাদারের ঘনিষ্ঠজন হিসেবে কুয়াকাটায় বেশ পরিচিত। তাঁর নির্দেশেই তিনি প্রার্থী হয়েছিলেন এবং তাঁর নির্দেশেই তিনি নির্বাচন থেকে সরে দাড়ালেন বলে জানিয়েছে জাতীয় পার্টির একাধিক সূত্র।
মো.আনোয়ার হোসেন শতাধিক নেতা-কর্মী নিয়ে সভায় যোগ দেন। এসময় সুধি সমাবেশে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা যোগ দিলে জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানস্থল।
কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম শিকদার, হুমায়ন কবির, কুয়াকাটা খানাবাদ কলেজের ভারপ্রপ্ত অধ্যাক্ষ সি এস সাইফুর রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কলাপাড়া উপজেলা সভাপতি আমজাদ হোসেন হাওলাদার, অওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক নিহার রঞ্জন মিল্টন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, ধুলাস্বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. জলিল আকন, সি আইপি মাসুদর রহমান সহ হাজারও নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।