দর্পন ডেস্ক : তুরস্কে আশ্রয় নেয়া প্রায় ৭২ হাজার সিরীয় শরণার্থীকে নাগরিকত্ব প্রদান করেছে তুরস্ক। তুরস্কের বার্তা সংস্থা হুরিয়েৎ ডেইলি এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে।
এ প্রসঙ্গে পার্লামেন্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেন, ৩৬ হাজার প্রাপ্তবয়স্ক এবং ৩৬ হাজার শিশুর নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। – খবর জিনহুয়া নেটে’র
এছাড়া তুরস্কে প্রায় ৩ লাখ ৮০ হাজার সিরীয় শিশুর জন্ম হয়েছে। তিনি বলেন, ওই শিশুদেরও একইভাবে নাগরিকত্ব প্রদান করা হবে। ভ্রাতৃত্বের প্রতি এটা আমাদের অনেক বড় বিনিয়োগ।
তিনি আরো বলেন, গেলো ২৪ জুন তুরস্কের নির্বাচনে প্রায় ২৮ হাজার সিরীয় নাগরিক ভোট দেয়ার সুযোগ পেয়েছে। আগামী ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনে আরো ৩৬ হাজার নাগরিক ভোট দেয়ার সুযোগ পাবেন।
সিরিয়ায় ২০১১ সালে যুদ্ধ শুরুর পর থেকেই সেখান থেকে পালিয়ে যাওয়া শরণার্থীদের আশ্রয় প্রদান করে আসছে তুরস্ক। জাতিসংঘের তথ্য মতে বর্তমানে দেশটিতে প্রায় ৩০ লাখ ৬০ হাজারের মতো সিরীয় শরণার্থী আশ্রয় নিয়েছে।