দর্পণ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিলেন।
বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন ইনাম আহমদ চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী তাকে ফুলের তোড়া উপহার দেন।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়েছিলেন ইনাম। তবে শেষ পর্যন্ত মনোনয়ন দেয়া হয়নি তাকে।
বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ইনামের বদলে ওই আসন থেকে দলের টিকিট পান আবদুল মুক্তাদির।
সাবেক আমলা ইনাম ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। ২০০১ সালের তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান হন।