অনলাইন ডেস্ক : সুরমঞ্জরী নিবেদিত প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে কলকাতার রবীন্দ্র সদনে আজ শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘দুই বাংলার গান’। এই অনুষ্ঠানে নচিকেতার সঙ্গে একই মঞ্চে গান পরিবেশন করবেন মেহের আফরোজ শাওন।
এ বিষয়ে শাওন বলেন, ক্লাস সেভেনে যখন পড়তাম, তখন থেকেই নচিকেতার গান শুনতাম। তার অনেক গান মুখস্থ করেছিলাম তখন। আজ তার সঙ্গে একই মঞ্চে গান গাওয়ার সুযোগ হয়েছে। এজন্য আমি ভীষণ আনন্দিত। কারণ পছন্দের শিল্পীর সাথে গান গাওয়া আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’
অভিনয়, নির্মাণের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও শাওন সর্বজন পরিচিত। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপকাহিনী’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি।