মিজানুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে ঠাকুরগাঁওয়ে গণসংযোগ চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা
শনিবার সকাল থেকে ঠাকুরগাঁও দুই আসনের অন্তর্ভুক্ত বালিয়াডাঙ্গা, হরিপুর ও রাণীশৈংকল উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে হাটসভা, পথসভা করেছেন ঠাকুরগাঁও-২ আসনের আ’লীগের প্রার্থী ও ৬বারের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এবং সাংসদের জেষ্ঠ্য পুত্র জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মাজহারুল ইসলাম সুজন।এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। গণসংযোগে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ পথসভা, হাটসভা করেন তারা।
এ সময় দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান নেতাকর্মীরা।