দর্পণ ডেস্ক : পাবনার চাটমোহরের ইউএনও সরকার অসীম কুমারের এক ব্যতিক্রমী উদ্যোগে আবেগাপ্লুত হলেন বিজয় দিবসের অনুষ্ঠানে আসা বীর মুক্তিযোদ্ধারা ও হাজারো সাধারণ মানুষ।
রোববার বালুচর মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে মুজিব কোট উপহার দেন ইউএনও। এর আগে তাদের প্রত্যেককে একটি করে রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
ইউএনও সরকার অসীম কুমার জানান, ‘উপজেলার একশ’ জন জীবিত পুরুষ মুক্তিযোদ্ধাকে মুজিব কোট এবং ৩৮ জন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রীকে বোরকা ও শাড়ি উপহার দেয়া হয়েছে। দেশের জন্য মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ভোলার নয়। তাদের জন্যই আজকে আমি ইউএনও। তারা এদেশের সূর্য সন্তান। মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার।’
উপহার পেয়ে আবেগাপ্লুত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম মোজাহারুল হক বলেন, ‘ইএনও’র আন্তরিকতায় আমরা মুক্তিযোদ্ধারা সবাই মুগ্ধ। কোনো সময় ভাবিনি বিজয় দিবসের এই দিনে তিনি (ইউএনও) আমাদের এমন একটি মূল্যবান উপহার দেবেন।’