দর্পণ ডেস্ক : একেএম শাহজাহান কামাল বলেছেন, লক্ষ্মীপুরে ১০ বছরে আওয়ামীলীগ সরকারের আমলে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এবারের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে বাকি কাজগুলো সম্পন্ন করব। উন্নয়নের মাধ্যমে প্রত্যেকটি গ্রামকে শহরে রূপান্তর করব।

তিনি বলেন, এখানে নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো অভিযোগ নেই। বিএনপি সরকারের আমলে লক্ষ্মীপুরে আমাদের আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তখন বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।

রোববার বিকেলে জেলা শহরে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী।

নৌকার পক্ষে মন্ত্রীর প্রচারণায় অংশ নেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাকিয়া সৃজনী শিউলি, জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।