প্রতিকী ছবি

নাটোর প্রতিনিধি :
নাটোরের পাইকেরদোল দিশারী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা শতভাগ স্যানিটেশন কার্যক্রম নিশ্চিত করতে ৫০জন সদস্যের মাঝে বিনামূল্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার পাইকেরদোলে সংস্থা অফিসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। সংগঠনের সভাপতি আব্দুল আজিজ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আনোয়ার হোসেন, গোবিন্দ কুমার ও মীর রফিক। অনুষ্ঠানে জানানো হয়, দিশারী সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি প্রতিষ্ঠার পর থেকে এলাকার গরীব দুঃখী মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও উৎসাহ দানে সম্মাননা প্রদান করে আসছে।