অনলাইন ডেস্ক :ভারতের ঝাড়খন্ডে ১৬ বছর বয়সী এক বালিকাকে ধর্ষণ করা হয়েছে। নরপিশাচরা এতেই ক্ষান্ত হয় নি। ওই বালিকাকে তারা বেঁচে থাকতে দেয়নি। তাকে পরিবারের সবার সামনে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এমন অভিযোগ আনা হয়েছে ৫ নরপিশাচের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঝাড়খন্ডের ছত্রা জেলার রাজাটেন্ডুওয়া গ্রামে।
এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, হতভাগ্য ওই কিশোরী একটি সংখ্যালঘু সম্প্রদায়ের। এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়া শেষে তিনি বাড়ি ফিরছিলেন। একটি জঙ্গলের কাছে পৌঁছলে তাকে জোর করে টেনেহিঁচড়ে জঙ্গলের ভিতরে নিয়ে যায় অভিযুক্তরা। তারপর তারা তাকে ধর্ষণ করে। আইজিপি আশীষ বত্রা বলেছেন, এ নিয়ে গ্রামে পঞ্চায়েতের বৈঠক আহ্বান করা হয়। তাতে অভিযুক্ত করা হয় ওই ৫ নরপিশাচকে। পঞ্চায়েত নেতারা প্রতিজন অপরাধীকে ৫০ হাজার রুপি করে জরিমানা ধার্য্য করেন। এ রায়ে উত্তেজিত হয়ে ওঠে অভিযুক্তরা। তারা পঞ্চায়েতের সদস্য ও ধর্ষিতার পরিবারের সদস্যদের সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময় করে। সেখান থেকে ক্ষোভের সঙ্গে বেরিয়ে গিয়ে ধর্ষিতার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো বাড়ি। এ সময় ঘরের ভিতরে ছিলেন ওই ধর্ষিতা। তিনি জীবন্ত অবস্থায় পুড়ে মারা যান। এ ঘটনার পর অপরাধীরা গ্রাম ছেড়ে পালায়। এখন তাদেরকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.