দর্পন ডেস্ক : নেপাল সরকার ভারতের দু’হাজার, ৫শ এবং ২শ টাকার নোট দেশের মধ্যে ব্যবহার নিয়ে আগেই আপত্তি তুলেছিল। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী, নেপালে এ তিন ধরনের নোটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর ফলে মধ্যবিত্ত এবং নিম্ন-মধ্যবিত্ত ভারতীয় পর্যটকদের ওপর বিশাল প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ক্যাবিনেট মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তথ্যমন্ত্রী গোকুল বাসকোটা।
প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে ভারতে পুরনো এক হাজার ও ৫শ টাকার নোট বাতিল করে নতুন নোট চালুর কথা ঘোষণা করা হয়। তখন ওই নতুন নোট ব্যবহারের বিষয়ে কোনো রকম ঘোষণা করেনি নেপাল সরকার। গত দু’বছর ধরে তাই নতুন নোট যথেষ্টই নেপালে ব্যবহৃত হয়েছে।
তবে এ নতুন সিদ্ধান্তে পরিস্থিতি বদলে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই।
২০২০ সালে ‘ভিজিট নেপাল ইয়ার’ সেলিব্রেট করতে তোড়জোড় চলছে নেপালে। ধারণা করা হচ্ছে, প্রায় বিশ লাখ মানুষ নেপালে উপস্থিত হবে। এর মধ্যে ভারত থেকে অনেকেই
যাবে সেখানে। তবে এবার থেকে নেপালে ১০০ টাকার ওপর কোনো ভারতীয় নোট চলবে না বলে জানিয়ে দেয়া হয়েছে। নেপাল সরকার নাগরিকদেরও ১০০ টাকার ভারতীয় নোটই রাখার অনুমতি দিয়েছে কিন্তু তার ওপরে আর রাখা যাবে না।ইন্টারনেট