দর্পণ ডেস্ক : সিলেট-১ আসনে মহাজোট মনোনীত প্রার্থী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিগত ১০ বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সন্ত্রাস, বোমাবাজি, হরতাল-অবরোধ তথা নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করেছে।

বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকায় সিলেট-১ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মোমেন বলেন, মানুষ এখন আর সন্ত্রাস-বোমাবাজি চায় না। তাই শান্তি ও উন্নয়নের পক্ষে আগামী ৩০ ডিসেম্বর জনরায় দিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রত্যাখ্যান করবে এদেশের জনগণ।

তিনি বলেন, দেশে সুশাসন ও উন্নয়ন দেখে একটি মহল জনমনে ভীতির সঞ্চার ও বিভ্রান্ত করে জনগণকে ভোটের উৎসব থেকে বঞ্চিত করতে চায়। ঐক্যফ্রন্টের নামে জনবিচ্ছিন্ন কিছু নেতা দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে তাদের নীলনকশা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে। এসব মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট দিয়ে আবার আওয়ামী লীগ তথা মহাজোটকে বিজয়ী করতে সিলেট-১ আসনের নাগরিকদের প্রতি আহ্বান জানান আবদুল মোমেন।

বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরের ১৯নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশ, বিকেল সাড়ে ৫টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ১০টি গণসংযোগ টিমের সঙ্গে মতবিনিময়, সন্ধ্যায় নগরের সোবহানীঘাটস্থ আওয়ামী লীগের কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর যুবলীগের কর্মীসভায় যোগদান, সন্ধ্যা ৭টায় নগরের কাজলশাহ এলাকায় ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় বক্তব্য দেন ড. মোমেন।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম ড. আহমদ আল কবির, অ্যাডভোকেট বেলাল হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর, অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিল ও মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।