মিজানুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি : বুধবার (১২ডিসেম্বর) সন্ধ্যায় হরিপুর উপজেলা ছাত্রলীগের বিশাল সমাবেশে বক্তব্যেকালে তিনি এ আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
হরিপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক এস এম আলমগীর বলেন, নির্বাচনে কোনো ধরনের গাফিলতি করা যাবে না। এজন্য সর্তক ও ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।

সমাবেশে হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুব্রত ভৌমিক মিলন বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার বিভিন্ন কূটকৌশল চলছে, বিভিন্ন ধরনের ব্লেম গেমের পরও আমরা আশাবাদী সুষ্ঠু নির্বাচন করতে পারবো। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সুচিন্তিতভাবে নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে চমৎকারভাবে তার রাজনৈতিক প্রজ্ঞা-মেধা আমাদের প্রদর্শন করছেন ও সারাবিশ্বকে অবাক করে দিচ্ছেন।

এসময় উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে দুইহাত তুলে অঙ্গীকার করেন।
সভায় বক্তব্যে দেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, মোসলেমউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সসৈয়দুর রহমান, জেলা পরিষদ সদস্য জামাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলীসহ অন্যান্য সংগঠনের নেতারা।
সভার সঞ্চালনায় ছিলেন হরিপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী।