দর্পন ডেস্ক : কোরিয়ার ক্রীড়া উপস্থাপক জো হিউন-ইল হলেন সেই ধরনের মানুষ যারা ব্যক্তি জীবনের থেকেও কাজকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
এই বিশ্বে দু’ধরনের মানুষ কাজ করেন। এক দল লোক যারা কোনো মতে নিজের দায়িত্ব পালন করে মুক্তি পেতে চান। অপর দল যারা দায়িত্ব পালনের পাশাপাশি নিজের কাজকে পরিপূর্ণতা দিতে অতিরিক্ত কিছু করেন।
স্পোটিভির ‘এনবিএ’সেগমেন্টটি উপস্থাপনা করছিলেন জো হিউন-ইল। সে সময় হঠাৎ তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। কিন্তু তাই বলে তিনি স্টুডিও ছেড়ে উঠে চলে যাননি। সেই অবস্থাতেই ক্রীড়া জগতের বিভিন্ন খবর অবিচলভাবে উপস্থাপন করে গেছেন।
ভিডিওটি স্পোটিভি আপলোড করেছে টুইটারে। তারপর থেকেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, হিউল-ইলের নাক দিয়ে রক্ত গড়ানোর সময় তার সহকর্মীকে উদ্বিগ্ন হতে দেখা যাচ্ছে, কিন্তু তিনি থেকেছেন অবিচল। কাজের প্রতি এ রকম ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব।