দর্পন ডেস্ক : রাস্তায় কিংবা নদীতে সমান স্বচ্ছন্দ এই বাসটি চলছে ইউরোপের দেশ জর্মাানিতে। এর নাম দেয়া হয়েছে ‘অ্যাম্ফিবিয়াস বাস।’ বাসে রয়েছেন যাত্রী। কোনো দুর্ঘটনা ঘটেছে এমনটাও নয়। কখনো যানজট কাটিয়ে এগিয়ে চলে রাস্তায় আবার কখনও ঢেউ ভেঙে নদীর স্রোত পেরিয়ে চলে এই বাস।
অভিনব এই বাস চালু করা হয়েছে জার্মানির হামবুর্গ শহরে। এলবে নদীর কিনারেই এই শহরটি অবস্থিত। বর্তমানে ওই শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই রিভার বাস। বাসটির চিন্তা প্রথম মাথায় আসে ফ্রেড ফ্রাঙ্কেন নামে এক ব্যক্তির। চার বছর আগে তিনিই প্রথম এ ধরনের বাসে চলাচল করার পদ্ধতি চালু করেন।
মেরিটাইম ওয়ার্কার ফ্রেড বলেন, প্রথম সিঙ্গাপুরে এমন একটি বিষয় নজরে এসেছিল তার। ওই ভাবনা থেকেই হাঙ্গেরির একটি সংস্থার সহায়তায় তৈরি হয়েছে এই রিভারবাস।
যাত্রীদের নিরাপত্তার জন্য বাসের চালকের আসনের পাশে কিন্তু লাইফ জ্যাকেট, জয়স্টিক, রেডিও ইক্যুয়িপমেন্টসহ আরও অনেক কিছু। বাসটির ইঞ্জিনের রয়েছে ২৮০ হর্স পাওয়ারের ছয় সিলিন্ডার। তাছাড়া বাসটির প্রযুক্তি অনেকটাই জাহাজের প্রযুক্তির মতোই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাসটির গতিবেগও নেহাৎ কম নয়। প্রতি ঘণ্টা ৬৫ কিলোমিটার বেগে চলে এটি। যাত্রীদের জন্য ৩৬টি আসনের এই বাসের ভাড়া প্রাপ্তবয়স্কদের জন্য দুই হাজার চারশ টাকা আর ৫ থেকে ১৪ বছরের শিশুদের জন্য ভাড়া প্রায় এক হাজার সাতশ টাকা।