দিবাকর সরকার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ১১৪, পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) আসনের আ’লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের নির্বাচনী প্রচার পূর্ব দোয়া-মোনাজাত অনুষ্ঠান আজ সকালে কলাপাড়া শহরের হেলিপ্যাড মাঠে হাজার হাজার মানুষের অংশগ্রহনে সু-সম্পন্ন হয়েছে।


সকাল থেকেই নৌকার সমর্থনে হাজার হাজার মানুষ মিছিল করে হেলিপ্যাড মাঠে জড়ো হতে থাকে। সকাল দশটা থেকেই মিছিলে মিছিলে পূর্ণ হয়ে যায় মাঠের পুরোটাই। মাঠে স্থান না পেয়ে অনেকেই মাঠের চারদিকের রাস্তায় জমায়েত হয়। জাতীয় নির্বাচনের প্রথমই বিশাল জন সমাবেশ আসন্ন নির্বাচনে নৌকার জোড়ালো অবস্থান আরও একবার জানান দিল।

মঙ্গলবার সকাল থেকেই উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার মূল দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নৌকা প্রতীকের শ্লোগান দিয়ে পৌরশহরের হেলিপ্যাড মাঠে উপস্থিত হতে থাকে। বেলা ১১টায় দোয়া মোনাজাত পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ।


প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিব্বুর রহমানের বড় ভাই শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম (সিআইপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম রাকিবুল আহসান, জাতীয় পার্টি উপজেলা শাখার সভাপতি আলহাজ আমজাদ হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম প্রমূখ।
এসময় নৌকার মাঝি মো: মহিব্বুর রহমান বলেন, ‘আমরা পারিবারিকভাবে ১৯৭০ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই থেকে আজ অবধি সারা বছর মানবসেবায় কাজ করে যাচ্ছি। নিজ উদ্যোগে কলেজ প্রতিষ্ঠা করে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য অবহেলিত মানুষকে শিক্ষার সুযোগ করে দিয়েছি। আমার চাওয়া-পাওয়ার কিছুই নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন কাজে শুধু সহায়তা করতে চাই।’

পরে কলাপাড়া ইউএনও জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ্’র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা সহ প্রার্থীর বিজয়ের নিমিত্তে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান শেষে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে কুয়াকাটা পৌরসভা, লতাচাপলি, মহিপুর ও নীলগঞ্জ থেকে আগত অংশগ্রহনকারীদের, শেখ কামাল অডিটরিয়াম ভেন্যুতে চাকামইয়া, টিয়াখালী, ধানখালী ও চম্পাপুর থেকে আগতদের জন্য, মহিলা কলেজ কলেজ ভেন্যুতে কলাপাড়া পৌরসভার নেতা-কর্মীদের জন্য ও সরকারী এমবি কলেজ ভেন্যুতে ধূলাসার, বালিয়াতলী, লালুয়া ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ থেকে আগত সহ জাতীয়পার্টির জন্য এবং জেলা পরিষদ ডাক বাংলা ভেন্যুতে সকল সহযোগী সংগঠন ও মহিলা আ’লীগ এর জন্য তবারক প্যাকেট বিতরন করা