মিজানুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের মাইক্রোবাসের ধাক্কায় মোস্তফা মুন্সী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে এবং অপরদিকে আরেকটি পৃথক ঘটনায় বাবা-মায়ের উপর অভিমান করে ইয়াসমিন আক্তার(১৪) নামে এক ৮ম শ্রেণির স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার দুপুর ১২টার সময় রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে মধুয়াবাড়ী এলাকায় ওই এলাকার আহাম্মদ মুন্সির ছেলে মোস্তফা মুন্সি রাস্তা পারাপার হওয়ার সময় নেকমরদগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটিকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের পেট্টোলপাম্প এলাকায় সোমবার বিকাল ৩টার সময় ভাইবোন ঝগড়ার পর বাবা-মা বকা দিলে তাদের উপর অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে নিজ শয়ন ঘরে আত্মহত্যার চেষ্টা করে ৮ম শ্রেণির স্কুলছাত্রী ইয়াসমিন। ঘটনা টের পেয়ে দরজা ভেঙ্গে স্কুলছাত্রীর পরিবারের লোকজন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মোর্শেদ মাসুম বিল্লাহ বলেন, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই স্কুলছাত্রীর মৃত্যু হয়। স্কুলছাত্রী ইয়াসমিন পেট্টোলপাম্প এলাকার কাঠমিস্ত্রি সহিদুল ইসলামের মেয়ে ও বালিয়াডাঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।