নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় চুলার আগুনে চার কৃষকের ১১টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়ে গেছে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সান্ন্যাল পাড়ায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দয়ারামপুর ফায়ার স্টেশন ও স্থানীয় সূত্র জানায়, সান্ন্যাল পাড়ার মৃত এসকেন্দারের ছেলে আঃ রাজ্জাকের বাড়িতে রান্না ঘরে চুলার আগুন থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। এরপর তা দ্রুত পাশের অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে আঃ রাজ্জাকসহ তার তিন ছেলে আকরাম আলী, আশকান আলী ও একরাম আলী’র ৬টি ঘর, ৩টি গোয়াল ঘর, ২টি রান্না ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, ধান, পাটসহ বিভিন্ন মালামাল পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার স্টেশন জানালেও পরিবারের পক্ষ থেকে ক্ষতির পরিমান দশ লক্ষাধিক টাকা বলে দাবি করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.