হরিপুর(ঠাকুরগাঁও) সংবাদদাতা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে ১৫ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ হয়েছে।
সোমবার সকালে (১০ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমের মধ্য দিয়ে প্রতীক বরাদ্দের কাজ সম্পন্ন করা হয়।
ঠাকুরগাঁও ৩টি আসনে প্রতীক বরাদ্দের তালিকা-
ঠাকুরগাঁও ১
রমেশ চন্দ্র সেন – নৌকা (আওয়ামীলীগ), মির্জা ফখরুল ইসলাম – ধানের শীষ (বিএনপি), আব্দুল জব্বার – হাতপাখা (ইসলামী আন্দোলন), রফিকুল ইসলাম – মিনার (ইসলামী ঐক্যজোট)।
ঠাকুরগাঁও ২
দবিরুল ইসলাম – নৌকা (আওয়ামী লীগ), আব্দুল হাকিম – ধানের শীষ (ঐক্যফ্রন্ট), রেজাউল করিম – হাতপাখা (ইসলামী আন্দোলন), সামসুজ্জোহা – গোলাপ ফুল (জাকের পার্টি)।
ঠাকুরগাঁও ৩
ইয়াছিন আলী – নৌকা (মহাজোট), জাহিদুর রহমান – ধানের শীষ (বিএনপি), ইমদাদুল হক – মোটরগাড়ি (স্বতন্ত্র), প্রভাত সমীর শাহাজাহান আলম – কাস্তে (কমিউনিস্ট পার্টি), শফি আল আছাদ – আম (ন্যাশনাল পিপলস পার্টি), নাজিম উদ্দিন আহমেদ- হাত পাখা (ইসলামী আন্দোলন), হাফিজ উদ্দিন – লাঙ্গল (জাতীয় পার্টি)।