দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ধিত সভা করেছে পটুয়াখালীল কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। শনিবার বেলা চারটায় হাজী ইসমাইল হোসেন সড়কের কুমারপট্টিস্থ দলীয় কাার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি ফিরোজ শিকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন।

প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী-৪ সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনায়ন প্রাপ্ত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক এডভোকেট উজ্বল বোস, শহর কমিটির সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোর পটুয়াখালী প্রতিনিধি মোজাহিদুল ইসলাম প্রিন্স, কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপধ্যাক্ষ শহিদুল ইসলাম, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা দিদারউদ্দিন আহমেদ মাসুম, মহিপুর থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট।

এসময় মুহিব বলেন, সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে পটুয়াখালী-৪ আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আমাদের পারিবারিক ঐতিহ্য রয়েছে। আমি দিতে এসেছি, নিতে আসিনি। কারন রাজণীতি হলো সমাজ সেবা, দেশের সেবা, জনগণের সেবা। আমি সেটিই করতে চাই।